খেলাধুলা

শহীদের বিরুদ্ধে করা অভিযোগ যাচাই করে দেখবে বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেসার মোহাম্মদ শহীদের বিরুদ্ধে করা তার স্ত্রী ফারজানা আকতারের সকল অভিযোগ যাচাই করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন।

Advertisement

আজ সকালে মিরপুরে বিসিবি কার্যালয়ে এসে ক্রিকেটার শহীদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানান তার স্ত্রী ফারজানা আকতার। এ বিষয়ে বিসিবির বক্তব্য কী, সাংবাদিকরা জানতে চাইলে প্রধান নির্বাহী বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ তাদের পারিবারিক। তবে আশা করি, দুই পরিবার মিলে দ্রুত বিষয়টি নিষ্পত্তি করবে। তবে শহীদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো আমরা যাচাই করে দেখবো।’

পেসার মোহাম্মদ শহীদ অবশ্য তার বিপক্ষে স্ত্রীর আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কেউ একজন ষড়যন্ত্র করছে। আমার ধারণা, তার (ফারজানার) ছোট বোনের স্বামী এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। আমি স্পষ্ট করে বলছি, আমার স্ত্রীর সব অভিযোগ ভিত্তিহীন। কেউ তাকে ভুলিয়ে-ভালিয়ে এসব করতে বাধ্য করেছে।’

শহীদ ফোনে কেন তার স্ত্রীকে বোর্ডে আসতে নিষেধ করেছিলেন এবং ভয়-ভীতি কেন দেখাচ্ছিলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি শুধু ওকে বিসিবিতে না যেতে বলেছি। আর বলেছি, আমার মা এবং আব্বা গিয়ে তাকে বাসায় নিয়ে আসবে; কিন্তু তারপরও সে বিসিবিতে গিয়ে মিথ্যা অভিযোগ করেছে আমার বিরুদ্ধে।’

Advertisement

দু’পক্ষের মধ্যে ঝামেলার নিরসনের ব্যাপারে এই পেসার সাংবাদিকদের বলেন, ‘আমাদের দুই পরিবার মিলে আগামী সপ্তাহে বিষয়টি নিষ্পত্তি করার কথা ছিল। জাহাঙ্গীর ভাই নামে আমার একজন আত্মীয় আছেন। তিনি এখন দেশের বাইরে। তিনি ফেরার পরই বিষয়টি সুরাহা হওয়ার কথা ছিল। অথচ সে (ফারজানা) আমাকে আর কয়েকটা দিন সময় দিল না। আমি মনে করি, ষড়যন্ত্র করে মানুষের কাছে আমাকে হেয় করার জন্য এটা করা হয়েছে; কিন্তু এতে ফারজানার কী লাভ হবে বুঝতে পারছি না!’

উল্লেখ্য, আজ (রবিবার) সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামস্থ বিসিবি কার্যালয়ে এসে জাতীয় দলের এই পেসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান তার স্ত্রী। এসময় তার (শহীদের) স্ত্রী তার বিরুদ্ধে শারিরীক নির্যাতন ও অন্য নারীদের সাথে অবৈধ সম্পর্ক রাখার ব্যাপারেও অভিযোগ তোলেন। এমনকি ফারজানাকে গত ২৩ জুন ঘর থেকে বের করে দিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

আইএইচএস/আরআইপি

Advertisement