খেলাধুলা

৬ বছর পর আজ দেশের মাঠে নামছে পাক ক্রিকেটাররা

দীর্ঘ ৬ বছরের অচলায়তন ভাঙছে আজ পাকিস্তান ক্রিকেটের। জঙ্গি হানার হুমকি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শংকায় ২০০৯ সালের পর থেকে দীর্ঘ ৬ বছর কোন দেশ ক্রিকেট খেলতে যায়নি পাকিস্তানে।সব ভয়-ভীতি, প্রতিবন্ধকতা উপেক্ষা করে জিম্বাবুয়ে এখন পাকিস্তানে। তাদের হাত ধরেই দেশটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আজ শুক্রবার লাহোরে পাকিস্তানের সঙ্গে একটি টি-২০ ম্যাচ খেলবে জিম্বাবুয়েসফরে দুটি টি-২০ এবং তিনটি ওডিআই খেলবে জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে লাহোরে। করাচিতে বাসে বন্দুকধারীদের গুলিতে প্রাণহানির ঘটনার পর এ সফর নিয়ে ঘোরতর সংশয় তৈরি হয়েছিল। পরস্পরের স্বার্থেই এগিয়ে আসে জিম্বাবুয়ে ও পাকিস্তান। জিম্বাবুয়ের দরকার ছিল ক্রিকেটের মধ্যে থাকা। পাকিস্তানের প্রয়োজন ছিল আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনা। বিশ্বকাপের পর ক্রিকেটশূন্যতায় ভুগছে জিম্বাবুয়ে। প্রান্ত বদলের মতো ডেভ হোয়াটমোর ভূমিকা বদল করে এখন জিম্বাবুয়ের কোচ। বাংলাদেশে শহীদ আফ্রিদির পাকিস্তান একমাত্র টি ২০ ম্যাচে প্রচণ্ড মার খেয়ে গেছে। মার-টার খেয়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে শোয়েব মালিক এবং মোহাম্মদ সামির মতো বুড়োদের ফিরিয়ে এনেছে। তাদের আনন্দ বেশি এ জন্যই যে, অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট ফিরল তাদের দেশে। সর্বশেষ ২০০৯ সালের ২ মার্চ লাহোরের এই গাদ্দাফি স্টেডিয়ামই দেখেছিল আন্তর্জাতিক ক্রিকেট। পরের দিন শ্রীলংকার টিম বাসে সশস্ত্র হামলা সেই পথ রুদ্ধ করে দেয়। যে পথ শেষ হওয়ারই কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছিল না, সেই পথ খুলল ২২৭১ দিন পর। এ সিরিজে ব্যাট-বলের লড়াইয়ের চেয়েও গুরুত্বপূর্ণ মাঠের বাইরের লড়াই। কী ঘটতে যাচ্ছে, আরও স্পষ্ট করে বললে, কী ঘটতে যাচ্ছে না। দেখা যাক। সূত্র : ক্রিকইনফো।এআরএস/এমএস

Advertisement