একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রায় তিনমাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)।
Advertisement
রোববার ইসিতে অনুষ্ঠিত রোডম্যাপ চূড়ান্ত বিষয়ক বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে রোববার রোডম্যাপটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
ইসি সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এতে সাতটি বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। ১৬ জুলাই এটি বই আকারে প্রকাশ হবে।
Advertisement
তিনি বলেন, ৩০ জুলাই সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। এটি সুশীল সমাজের সঙ্গে ইসির বৈঠকটি ৩১ জুলাই বিকেল ৩টা থেকে শুরু হবে। এছাড়া গণমাধ্যমেরর প্রতিনিধি, নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হবে।
মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সংলাপ হবে।
এইচএস/জেএইচ/পিআর
Advertisement