দেশজুড়ে

যমুনার পানি বৃদ্ধি : টাঙ্গাইলে লক্ষাধিক মানুষ পানিবন্দি

উজানের ঢল অব্যাহত থাকায় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি। এতে করে টাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় রোববার সকাল থেকেই যমুনা নদীর কালিহাতী পয়েন্ট, ভুঞাপুর পয়েন্ট ও গোপালপুর উপজেলার নলিন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

Advertisement

এতে করে ভূঞাপুর উপজেলার তিন ইউনিয়ন, কালিহাতী উপজেলার একটি ইউনিয়ন ও গোপালপুর উপজেলার একটি ইউনিয়নের যমুনা তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল পানি উন্নয়ন র্বোডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বলেন, উজান থেকে নেমে আসা ঢল এবং কয়েকদিনের বৃষ্টিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি প্রায় প্রতিটি পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে। প্রায় সবগুলো পয়েন্টেই পানি বিপদসীমার কাছাকাছি কিংবা উপরে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সবগুলো পয়েন্টেই বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম

Advertisement