রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেয়ার উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
Advertisement
রোববার সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার ও শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ইউএনএইচসিআর প্রতিনিধি দলকে জানান, বর্তমানে বাংলাদেশে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা শরনার্থী রয়েছে। মিয়ানমার থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গার কারণে বাংলাদেশ পরিবেশ ও নিরাপত্তা বিষয়ক ঝুঁকিতে রয়েছে।
এ সময় ইউএনএইচসিআর প্রতিনিধি দলের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘ উদ্যোগ নেবে। এছাড়া তারা শিগগিরই এ বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনার ব্যাবস্থা করবেন বলে বাংলাদেশকে আশস্ত করেন।
Advertisement
এমইউএইচ/এমএমজেড/এমএস