মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাস্তব জীবনে একেবারেই ভিন্ন। ট্রাম্প সম্পর্কে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
Advertisement
শনিবার এক বক্তব্যে পুতিন বলেন, তিনি আশা প্রকাশ করেন যে ডোনাল্ড ট্রাম্পের অধীনে রাশিয়া এবং মার্কিন পারস্পরিক সহযোগিতা উন্নত হবে। কিন্তু এই আমেরিকান (ট্রাম্প) বাস্তব জীবনে একেবারেই ভিন্ন।
হামবুর্গে প্রথমবারের মত সরাসরি সাক্ষাতের একদিন পরেই ট্রাম্প সম্পর্কে এ ধরনের মন্তব্য করেন পুতিন। জি-২০ সম্মেলনে ট্রাম্প, পুতিন ছাড়াও বিশ্বের আরো শীর্ষ নেতারা একত্র হয়েছিলেন। সেখানে ট্রাম্প এবং পুতিনের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়েছে।
জার্মানিতে জি-২০ সম্মেলনে পুতিন বলেন, টেলিভিশনে আপনারা যে ট্রাম্পকে দেখেন বাস্তবের ট্রাম্প তার চেয়ে অনেক আলাদা।
Advertisement
পুতিন বলেন, ট্রাম্প খুব ভালোভাবেই জানেন যে তিনি কার সঙ্গে কথা বলছেন এবং তিনি খুব দ্রুত প্রশ্নের উত্তর দেন। আমি মনে করি আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে।
পুতিন আরো বলেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক ঝালাইয়ের বিষয়ে ইতিবাচক চিন্তা রয়েছে তার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।
টিটিএন/এমএস
Advertisement