খেলাধুলা

মালিকানা পরিবর্তন হচ্ছে না চিটাগাং ভাইকিংসের

কিছুদিন আগেই গুঞ্জন ওঠে ডিবিএল গ্রুপের হাতে চট্টগ্রাম ভাইকিংসের মালিকানা পরিবর্তন হয়ে চট্টগ্রাম মহানগরের মেয়র ও বিসিবির সহসভাপতি আ জ ম নাছির হচ্ছেন পরবর্তী ফ্র্যাঞ্চাইজি মালিক। মালিকানার সঙ্গে থাকার কথা ছিল আকরাম খানেরও। তবে বিপিএলের কিছু আইনের সাথে না মেলায় এবার আর মালিকানা বদলের সম্ভাবনা নেই। ফলে বিপিএলে মালিকানা থাকছে ডিবিএল গ্রুপের কাছেই।

Advertisement

এই প্রসঙ্গে বিসিবির অন্যতম পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘বিপিএলের দল গড়তে হলে কমপক্ষে ১০ থেকে ১১ মাস সময় প্রয়োজন। ফলে এবার আগ্রহ কম দেখিয়েছেন নাসির ভাই। তবে আমরা চেষ্টা করবো আগামী বছর কিংবা তার পরের বছর নতুন করে চুক্তির জন্য।’

এদিকে মালিকানা পরিবর্তন না হলেও, একাদশে ৫ জন বিদেশি ক্রিকেটার খেলানোর জোড় সম্ভাবনা রয়েছে। এতে স্থানীয় ক্রিকেটারদের সুযোগ কমে যাওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। এ নিয়ে আকরাম খান বলেন, ‘স্থানীয় ক্রিকেটার আছেন, তারা কোন মানে আছে, কেমন খেলবে সেগুলো বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নেবো।’

এমআর/এমএস

Advertisement