আন্তর্জাতিক

ভারতে থাকা নাগরিকদের সাবধানে থাকতে বলল চীন

ভারতে থাকা চীনা নাগরিকদের সাবধানে থাকতে বলেছে চীন। নয়াদিল্লিতে চীনা দূতাবাসের এক বিবৃতিতে এই সতর্কতা জারি  করা হয়েছে।

Advertisement

শুক্রবার দূতাবাসের ওই বিবৃতিতে বলা হয়েছে, ভারতে বসবাসকারী বা বেড়াতে আসা তাদের নাগরিকরা যেন সাবধানে থাকেন। নাগরিকদের ব্যক্তিগত জীবন এবং স্থানীয় নিরাপত্তার প্রতিও নজর রেখে চলতে বলা হয়েছে ওই বিবৃতিতে।

ভারত-চীন সীমান্ত উত্তেজনার মধ্যে বেজিংয়ের এই সতর্ক বার্তা নতুন মাত্রা যোগ করতে চলেছে বলে মনে করছে কূটনৈতিক মহল। যদিও চীন সরকারিভাবে এটাকে ‘সতর্কতা নয় পরামর্শ’ বলে উল্লেখ করছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০০৩ সালে ভারতে মোট ২১ হাজার ১৫২ জন চীনা পর্যটক যান। সেখানে ২০১৩ সালে বেড়ে দু’লাখে পৌঁছে। বর্তমানে দু’লাখ ছাড়িয়ে গেছে। পাশাপাশি, ভারতে বহু সংস্থায় কর্মরত রয়েছেন অনেক চিনা নাগরিক।

Advertisement

ঊল্লেখ্য, ভারত ও চীনের মধ্যে সিকিম সীমান্ত টানাপড়েনে উত্তেজনা বাড়ছে।

সূত্র : আনন্দবাজার

জেডএ

Advertisement