অর্থনীতি

মুনাফা হ্রাস কাজের পরিবেশ উন্নয়নে বাধা : আইএলও

বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে কাজের পরিবেশ উন্নয়নে অন্যতম বড় বাধা হচ্ছে আন্তর্জাতিক বাজারে মুনাফা হ্রাস। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সর্বশেষ প্রতিবেদনে এ কথা বলা হয়। ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট এবং সোশ্যাল আউটলুক-২০১৫ শীর্ষক প্রতিবেদনটি গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশসহ অনেক উদীয়মান ও উন্নয়নশীল দেশসমূহের সরবরাহকারীদের লভ্যাংশ সাম্প্রতিক বছরগুলোতে হ্রাস পেয়েছে। উদাহরণ স্বরূপ বলা হয়, বাংলাদেশের সরবরাহকারীদের মুনাফা ১৯৯৫ সালে ছিল ২৪ শতাংশ। এটি কমে ২০০৪ সালে ৭.০ শতাংশে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়, তাদের দরকষাকষির ক্ষমতা কমে আসছে। তবে, কাজের পরিবেশ উন্নয়নে সাম্প্রতিক সময়ে অগ্রগতি হয়েছে। আইএলও বাংলাদেশে অগ্নিকাণ্ড ও ভবনের নিরাপত্তা প্রসঙ্গে ২০১৩ সালে স্বাক্ষরিত চুক্তির উল্লেখ করে বলেছে, দু’শ বায়ার ফার্ম ও দু’টি আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি নজিরবিহীন। ২০ লাখ শ্রমিক এবং এক হাজার ৭০০ কারখানা এই চুক্তির আওতায় এসেছে। কারখানায় নিরাপত্তা নিশ্চিত করা ছিল এই চুক্তির অন্যতম শর্ত। এসএইচএস/বিএ/আরআইপি

Advertisement