দেশজুড়ে

বাঘা উপজেলা চেয়ারম্যানসহ ১০ জামায়াত নেতা আটক

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলীসহ ১০ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমোদপুর জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।

Advertisement

মাওলানা জিন্নাত আলী ওই এলাকার বাসিন্দা। তিনি উপজেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করছেন।

গ্রেফতারকৃত অন্যরা হলেন, জেলা জামায়াতের সেক্রেটারি নাজমুল হক, বাঘা পৌর জামায়াতের আমীর সাইফুল ইসলাম, আড়ানী পৌর জামায়াতের আমীর শামশুল ইসলাম, বাউসা ইউনিয়ন সভাপতি মজিবুর রহমান, বাজুবাঘা ইউনিয়ন সভাপতি ওয়াজেদ আলী, জামায়াত নেতা সেকেন্দার আলী, মোয়াজ্জেম হোসেন, আহম্মদ আলী, রফিকুল ইসলাম।

পুলিশের ভাষ্য, জামায়াত নেতারা মসজিদে নাশকতার বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

Advertisement

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহামুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যায় মাওলানা জিন্নাত আলী জামায়াত নেতাদের সঙ্গে নিয়ে বাড়ির পাশের আমোদপুর জামে মসজিদ গোপন বৈঠক করছিলেন। নাশকতার উদ্দেশ্যেই ওই বৈঠক করছিলেন তারা। অভিযান চালিয়ে সেখান থেকে ওই দশজনকে আটক করা হয়েছে। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

তবে নাশকতার গোপন বৈঠক নয় সেখানে কোরআন হাদিস নিয়ে আলোচনা হচ্ছিলো বলে দাবি করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা জিন্নাত আলী।

তিনি বলেন, আসরের নামাজ শেষে আলোচনায় বসেন তারা। পুলিশ গিয়ে সেখান থেকে তাদের থানায় নিয়ে আসে।

ফেরদৌস/এমএএস/জেআইএম

Advertisement