যানযট এড়াতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি কলকাতা মহানগরীর যানজট। যানজট এড়াতে কলকাতা শহরের বিভিন্ন স্থানে ফ্লাইওভার, আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। মেট্রোরেলেরও সম্প্রসারণ হচ্ছে কলকাতা এবং শহরতলী এলাকায়। এত কিছু করেও যানযটে নাকাল হচ্ছিল কলকাতাবাসী। এবার তাই এই যানজট এড়াতে শহরের বিভিন্ন স্থানে রোপওয়ে চালুর প্রস্তাব দিয়েছে বেসরকারি সংস্থা সিআরএসএল।দক্ষিণ কলকাতার জোকা এলাকায় শনিবার এই রোপওয়ের পরীক্ষামূলক উদ্বোধনও করা হয়েছে। উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। অফিসের সময় যাত্রীদের যানজট থেকে মুক্তি দিতে এই রোপওয়ে চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।সিআরএসএল দাবি, নন লিনিয়ার কার্ভো রোপওয়ের মাধ্যমে শহরের যানজটকে এড়িয়ে গন্তব্যে পৌঁছতে পারবে যাত্রীরা। এই রোপওয়ে কেবল সোজাপথেই চলবেনা অলিতে গলিতে চলারও ব্যবস্থা থাকবে। এই রোপওয়েতে একসঙ্গে ১০ জনে উঠতে পারবে। এর গতি হবে ঘণ্টায় ১৩ কিলোমিটার।
Advertisement