তীব্র তাপদাহে নাটোরের লালপুরের দুড়দুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। গত কয়েক দিন ধরে অব্যাহত গরমে এ পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়েছে। দফায় দফায় শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনায় অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আর এ ঘটনায় স্কুলটিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার কমতে শুরু করেছে।দুড়দুড়িয়া স্কুলের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ জানান, গত ২০ এপ্রিল বিভিন্ন শ্রেণির ক্লাস চলাকালীন সময় হঠাৎ করে ১১ জন শিক্ষার্থী মাথা ঘুরে পড়ে যায়। মাথায় পানি দেওয়ার পর আবার তারা সুস্থ হয়ে উঠে। এমন ঘটনা প্রায় ঘটছে বিদ্যালয়ে। আর এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাশ চলাকালে অন্তত ২৫ জন শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। এতে গোটা স্কুল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে পাঁচ জন শিক্ষার্থীকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়।স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মাদ সুজাউদোলা জানান, প্রায় এক মাস ধরে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিদ্যালয়টিতে বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। যার কারণে শিক্ষার্থীরা প্রচন্ড গরমে বারবার অসুস্থ্য হয়ে পড়ছে।এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক জানান, চিকিৎসা বিজ্ঞানে এটাকে হিস্টোরিয়া রোগ বলা হয়। একজন আক্রান্ত হলে আতঙ্কে আরেকজন আক্রান্ত হয়। তবে এতে ভয়ের কিছু নেই। মানসিক সমস্যার কারণে শিক্ষার্থীরা বারবার অসুস্থ হয়ে পড়ছে।এআরএ/আরআই
Advertisement