ক্যাম্পাস

জাবিতে ছাত্রী উত্ত্যক্ত ও ছাত্র মারধরের ঘটনায় তদন্ত কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করা এবং ছয় ছাত্রকে মারধরের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কতিপয় ছাত্রের বিরুদ্ধে ইভটিজিং-এর অভিযোগ এবং একই হলের কতিপয় ছাত্রের সাধারণ শিক্ষার্থীদের উপর অন্যায় নির্যাতন ও পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগের বিচার চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে উল্লিখিত বিষয়ে প্রকৃত ঘটনা উদঘাটনপূর্বক প্রাথমিক তদন্ত করে প্রতিবদেন দিতে কমিটি গঠন করা হয়েছে।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট এস এম বদিয়ার রহমানকে সভাপতি করে এবং ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি-২) এবিএম আজিজুর রহমানকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট এ কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।উল্লেখ্য, শনিবার রাতে এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের নের্তৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হলের ৬ শিক্ষার্থীকে মারধর করে। পরে ওই ছাত্রী ছয় ছাত্রের বিরুদ্ধে ইভটিজিং এবং মারধরের শিকার ছয় শিক্ষার্থী ঘটনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করে। হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি

Advertisement