আগামী মাসে বাংলাদেশ সফরের জন্য ভারতীয় কর্তৃপক্ষ পূর্ণশক্তির দল ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার মাশরাফি বলেন, আমাদের দলের সকলেই তাদের সেরা দল প্রত্যাশা করছিল। ভারতের যে কোন দলই চ্যালেঞ্জ হবে আমরা জানতাম। এখন যেহেতু এটা তাদের পূর্ণ শক্তির দল তাই চ্যালেঞ্জটা আরো অনেক বেশি হবে।বাংলাদেশ সফরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বুধবার বিরাট কোহলির নেতৃত্বাধীন টেস্ট ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ওয়ানডে দল ঘোষণা করেছে।এ বিষয়ে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেন, ওয়ানডে দলটি পুরোপুরি বিশ্বকাপ দল হিসেবেই পরিচিত। কেবলমাত্র ইনজুরির কারণে এবার দলে নেই মোহাম্মদ সামি। তাদের ব্যাটিং লাইনআপ নিঃসন্দেহে বিশ্বের এক নম্বর। আমাদের বোলারদের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জের হবে।ভারতীয় নির্বাচকরা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে পরাজিত করা বিশ্বকাপ দলটিই বাংলাদেশে পাঠাচ্ছে। পেসার সামির পরিবর্তে ভারতীয় দলে জায়গা পেয়েছেন ডান হাতি ফাস্ট বোলার ধাওয়ান কুলকার্নি। এ বিষয়ে মাশরাফি আরো বলেন, পূর্ণশক্তির দল না আসলে সব সময়ই একটা চাপ থাকে। এবার অন্তত কোন প্রশ্ন উঠবে না। আমাদেরকে ভাল খেলার জন্য মোটিভেটেড থাকতে হবে। তারা বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছে-এটা তাদের সেরা দল। কাজটা আমাদের জন্য খুব কঠিন হবে।এক টেস্ট ও তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে ৭ জুন ঢাকা আসবে ভারতীয় দল। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১০ জুন শুরু হবে টেস্ট ম্যাচটি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৮, ২১ ও ২৪ জুন অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। এসএইচএস/আরএস/আরআইপি
Advertisement