প্রবাস

মালয়েশিয়ায় আটক শ্রমিকদের বৈধ করার আহ্বান

মালয়েশিয়ায় সাম্প্রতিক সময়ের সাড়াশি অভিযানে আটক অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে মালয়েশিয়া সরকার ও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Advertisement

বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ আওয়ামী লীগের মালয়েশিয়া শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা।

দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে এখনও অবৈধ থাকা শ্রমিকদের রি-হায়ারিং প্রক্রিয়ায় বৈধ হওয়ারও আহ্বান জানান। বৈধতার আওতায় না আসলে অবৈধ শ্রমিকদের আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে বলে জানান তারা।

মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল।

Advertisement

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল করিম, মামনুর উর রশিদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, শাখাওয়াত হক জোসেফ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিরাজ, যুবলীগের যুগ্ন-আহ্বায়ক আবু হানিফ, বাবলা মজুমদার, শ্রমিক লীগের মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুলসহ আরও অনেকে।

এআরএস/এমএস