দ্বিতীয়বারের মত ইংলিশ কাউন্টি খেলতে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। কাউন্টি ক্রিকেটের টি-টোয়েন্টি সংস্করণে এসেক্স ঈগলসের হয়ে খেলবেন তামিম। ৬ বছর আগে তিনি নটিংহ্যামশায়ারের হয়ে প্রথমবারের মত ইংলিশ কাউন্টিতে খেলেছিলেন।
Advertisement
এদিকে তামিমের এই লিগটি পুরো খেলা বেশ কঠিন হয়ে যাচ্ছে। কেননা আগামী মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া সিরিজ। এরপরেই বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে দক্ষিণ আফ্রিকায়। ওখান থেকে ফিরে এক সপ্তাহও বিশ্রাম পাবেন না টাইগাররা, খেলতে হবে বিপিএল। তাই সর্বোচ্চ আটটি ম্যাচ খেলতে পারবেন তামিম।
এক নজরে তামিমের ম্যাচের সময়সূচি
জুলাই ৯- কেন্ট বনাম এসেক্স, ব্যাকেনহাম।জুলাই ১৩- এসেক্স বনাম সমারসেট, চেমসফোর্ড।জুলাই ১৬- এসেক্স বনাম গ্ল্যামর্গান, চেমসফোর্ড।জুলাই ১৯- সারে বনাম এসেক্স, দ্য ওভাল।জুলাই ২১- এসেক্স বনাম হ্যাম্পশায়ার, চেমসফোর্ড।জুলাই ২৩- গ্ল্যামর্গান বনাম এসেক্স, কার্ডিফ।জুলাই ২৭- মিডলসেক্স বনাম এসেক্স, লর্ডস ।জুলাই ২৯- এসেক্স বনাম গ্লৌচেস্টারশায়ার, চেমসফোর্ড।
Advertisement
এমআর/এমএস