খেলাধুলা

অবশেষে মুক্তি পাচ্ছেন মেসি

কর ফাঁকি মামলায় জরিমানার সঙ্গে ২১ মাসের কারাদণ্ডের শাস্তি পেয়েছেন লিওনেল মেসি। শুধু তাই নয়, মেসিকে কারাবাসও করতে হবে বলা হচ্ছিল। অবশেষে জরিমানার বিনিময়ে সেটি তুলে নিতে সম্মত হয়েছেন বার্সেলোনার আদালত। জরিমানার অঙ্ক ২ লাখ ৫২ হাজার ইউরো।

Advertisement

গত জুলাইয়ে কর ফাঁকির মামলায় দোষী প্রমাণিত হওয়ায় মেসি ও তার বাবা হোর্হেকে কারাদণ্ড দেয় আদালত। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত ইমেজ স্বত্ব থেকে আয়ের উপর কর ফাঁকি দেন বার্সা তারকা। শাস্তির বিরুদ্ধে করা আপিল গত মে মাসে খারিজ করে দেয় দেশটির সুপ্রিম কোর্ট।

এদিকে গত মাসেই স্প্যানিশ কৌঁসুলি বলেছিলেন, জরিমানার বিনিময়ে মেসি স্থগিত কারাদণ্ডের এই শাস্তিটাও কাটিয়ে নিতে পারেন। প্রতিদিন ৪০০ ইউরো হিসাবে নির্ধারিত হয়েছে ২১ মাসের জরিমানার অঙ্ক। অপেক্ষা ছিল শুধু আদালতের সম্মতির, সেটিও মিলে গেছে।

এমআর/এমএস

Advertisement