শহরের লোক বোকা
Advertisement
হাবুল প্রথমবার শহরে গিয়েছে। শহরের বড় বড় বাড়ি দেখে সে অবাক। তাই সে অবাক হয়ে বাড়ির তলা গুনতে লাগল। এক ব্যক্তি সেটা দেখে হাবুলকে প্রশ্ন করল-লোক : এই তুমি এখানে কী কর?হাবুল : কিছু করি না। আমি তো এই প্রথমবার এলাম।লোক : এখানে কী করছো? জানো না এখানে বাড়ির তলা গুনতেও টাকা লাগে।হাবুল : ওওও, আমি তো জানি না।লোক : ও ঠিক আছে। কত তলা পর্যন্ত গুনেছ?হাবুল : ১০ তলা।লোক : দাও ১০ টাকা দাও।
হাবুল ১০ টাকা দিয়ে দেয়। লোকটি দ্রুত সেখান থেকে চলে যেতেই হাবুল ফিস ফিস করে বলতে লাগল- হাবুল : আমি তো জানতাম শহরের লোক একটু বোকা হয় কিন্তু এত বোকা জানতাম না। আমি তো ১৭ তলা পর্যন্ত গুনেছিলাম।
****
Advertisement
আমেরিকা কোথায়শ্রেণিকক্ষে শিক্ষক নান্টুকে বলল-শিক্ষক : নান্টু, ম্যাপে আমেরিকা কোথায়? খুঁজে দেখাও তো।নান্টু : এই তো স্যার পেয়েছি, এখানে।শিক্ষক : ভেরি গুড। এবার কালাম বল তো, আমেরিকা কে আবিষ্কার করেছেন?কালাম : স্যার, নান্টু।
****
গাজর ও মুলাশিক্ষক : বল তো, কালার টিভি আর সাদাকালো টিভির মধ্যে পার্থক্য কী?ছাত্র : স্যার, কালার টিভিতে যেইটা গাজর। সাদাকালো টিভিতে সেইটাই মুলা।
এসইউ/এমএস
Advertisement