প্রবাস

গাজীপুরে বয়লার বিস্ফোরণ : কুয়েতে মিরসরাই প্রবাসীদের শোক

গাজীপুরের মাল্টিফ্যাবস কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত মিরসরাইয়ের তিন শ্রমিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে কুয়েত প্রবাসীরা শোক পালন করেছে। শুক্রবার কুয়েতের জিলিব আল সুয়েক হাসাবিয়া হোটেলে শোক পালন করা হয়।

Advertisement

সংগঠক ও বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক ফয়েজ কালাম জাগো নিউজকে বলেন, গাজীপুরে বয়লার বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা দরকার। নিহত শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণের দাবি করেন।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সাইফুর রহমান এ ঘটনায় নিহতদের পাশে থাকায় বাংলাদেশ কমিউনিটি কুয়েতের পক্ষ থেকে কৃজ্ঞতা প্রকাশ করেন। নিহত শ্রমিকদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

এমআরএম/পিআর

Advertisement