প্রথমবারের মতো ইসরায়েলের মাটিতে পা রাখলেন ভারতের কোনো প্রধানমন্ত্রী। আর প্রথম সফরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের গাঢ় রসায়ন তৈরি করে ফেললেন তিনি।
Advertisement
সফরের শেষ দিনে উত্তর ইসরায়েলের ওলগা সৈকতে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে দু’জনেই খালিপায়ে সমুদ্রে নেমে পড়েন। দু’জনের সেই ছবি টুইটারে পোস্ট করেছেন নেতানিয়াহু।
বৃহস্পতিবার সকালে হাইফার যুদ্ধ স্মারকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান দু’দেশের প্রধানমন্ত্রী।
প্রথম বিশ্বযুদ্ধে হাইফিকে মুক্ত করতে ৪৪ জন ভারতীয় সেনা প্রাণ দিয়েছিলেন। মেজর দলপত সিং-এর মূর্তি উন্মোচন করা হয়। তার নেতৃত্বেই মুক্ত হয়েছিল হাইফি। সেখানে ভিজিটরস বুকে মোদি লেখেন, ‘অসীম সাহসী সেনাদের জীবনের বিনিময়ে হাইফার স্বাধীনতা এসেছিল। আমি এখানে এসে নিজেকে সম্মানিত বোধ করছি।’
Advertisement
টিটিএন/পিআর