শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়ার শ্যালককে পদোন্নতি দেয়ার জন্য নতুন পদ সৃষ্টিসহ কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির নীতিমালা হালনাগাদ পুনর্মূল্যায়ন করার জন্য অর্গানোগ্রাম কমিটি গঠন করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপাচার্যের সভাকক্ষে ডাকা সিন্ডিকেটে উপরোক্ত বিষয়গুলো পাস হওয়ার কথা থাকলেও পুনর্মূল্যায়নে পাঠানো হয়েছে।
সিন্ডিকেট সূত্রে জানা গেছে, অর্গানোগ্রাম কমিটিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিস বিশ্বাসকে প্রধান করা হয়েছে। এছাড়াও দুইজন সিন্ডিকেট সদস্য ও পাঁচটি অনুষদের ডিনদের রাখা হয়েছে। কমিটির সদস্য সচিব করা হয়েছে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এম আকবর হোসেনকে।
এর আগে বৃহস্পতিবার জাগো নিউজে উপাচার্যের আত্মীয়কে পদোন্নতি দিতে বিশেষ সিন্ডিকেট আহ্বান! শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান, সিন্ডিকেট সভা শুরু হওয়ার আগে সংবাদটি নিয়ে বেশ অলোচনা করেন সিন্ডিকেট সদস্যরা। তাছাড়া নীতিমালার বিভিন্ন অসংগতি নিয়ে আলোচনা করা হয় সভায়।
Advertisement
অর্গানোগ্রাম কমিটির প্রধান অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, নতুন পদ সৃষ্টি এবং এর বিপরীতে যোগ্যতা নির্ধারণের জন্য কমিটি কাজ করবে।
উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করতে ফোনে কল দেয়া হলে তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির নীতিমালা হালনাগাদ করার জন্য বৃহস্পতিবার বিশেষ সিন্ডিকেট ডাকা হয়। নতুন নীতিমালায় ২৫টি নতুন পদের জন্য প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র অতিথি ভবনের জন্যই প্রশাসনিক কর্মকর্তা, সহকারী রেজিস্ট্রার, উপ রেজিস্ট্রার ও অতিরিক্ত রেজিস্ট্রারসহ ৫টি নতুন পদের প্রস্তাবনা রয়েছে। এ পদগুলো অতিথি ভবনে কর্মরত সুপারিটেন্ডেট পদোন্নতির মাধ্যমে প্রাপ্ত হবেন। এ পদে ভিসির শ্যালক কর্মরত আছেন।
আব্দুল্লাহ/এমএএস/পিআর
Advertisement