বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে চার্জশিট প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার সকাল ৯টায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম গেট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন, অর্থ-সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, মাজেদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা রজিবুল ইসলাম, হাফিজুর রহমান, পার্থদেব মন্ডল, আমিনুর রহমান, সাইফুজ্জামান, এম এম মুসা, সজীব, তৌহিদ, শিমুল, হাসান, রঞ্জু, ইমন, জাহাঙ্গীর, মিরাজ, সাদ্দাম (মুজিব হল), প্রিন্স, সাদ্দাম, জাহাঙ্গীর (জবি), ঢাকা কলেজ ছাত্রদলের মাসুদ আব্দুল্লাহ, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম নয়ন, নিউমার্কেট থানার কাজী মুকিতুজ্জামান, বেসরকারি বিশ্ববিদ্যালইয়ের সাইদ, অনুপ, ইমন, সামী প্রমুখ। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আলমগীর হাসান সোহান অবিলম্বে বেগম খালেদা জিয়া সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলায় চার্জশিট বাতিল এবং মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন- মামলা দিয়ে শেষ রক্ষা হবেনা, ছাত্রসমাজ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন উজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমান মোস্তাক রজিবুল ইসলাম প্রমুখ। এমএইচ/এসএইচএস/আরআইপি
Advertisement