মেক্সিকোর একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২৮ বন্দী নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশের আকাপুলকো রিসোর্টের একটি কারাগারে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
Advertisement
আকাপুলকো গুয়রেরো রাজ্যের সবচেয়ে বড় শহর। ওই রাজ্যটিতে সবচেয়ে বেশি অনাচারের ঘটনা ঘটে। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। এই অঞ্চলটিকে ঘিরে মার্কিন কর্মকর্তাদের উদ্বেগ সবচেয়ে বেশি।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) সেক্রেটারি জন কেলি গুয়েরেরো সফরকালেই কারাগারে এমন দাঙ্গার ঘটনা ঘটল।
গুয়েরেরো রাজ্যের নিরাপত্তা কর্মকর্তা রবার্তো আলভারেজ জানিয়েছেন, কারাগারের বন্দীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ বেঁধেছিল।
Advertisement
এর আগে গত বছর উত্তরাঞ্চলীয় বাণিজ্যিক শহর মনটেরেইয়ের একটি কারাগারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪৯ জন নিহত হয়।
টিটিএন/এমএস