দেশজুড়ে

কুমিল্লায় ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

কুমিল্লায় গাজী আহমেদ হোসেন জুয়েল নামে এক ছাত্রলীগ নেতা ও মানবাধিকার সংস্থা জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৯ মে রাতে উপজেলার শ্রীভল্লবপুর গ্রামের হাজী আলী হোসেনের ছেলে ও উপজেলা ছাত্রলীগ নেতা গাজী আহমেদ হোসেনের গাড়ির সঙ্গে তার বাড়ির অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের পাশে একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে তার গাড়ির চালক ও প্রাইভেটকারের চালকের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সন্নিকটে থাকা কুমিল্লাস্থ র্যাব-১১ এর একটি দল গাজী আহমেদ হোসেন ও তার গাড়ির চালকসহ তিন জনকে আটক করে র্যাব কার্যালয়ে নিয়ে যায়। পরে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে র্যাব বাদী হয়ে অজ্ঞাতনামা একজনসহ চার জনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করে। আটকরা বর্তমানে জেল হাজতে রয়েছে।মানববন্ধন ও বিক্ষোভ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

Advertisement