টপ অব মাইন্ডের কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর স্বত্ব কিনে নিলো বেসরকারি মোবাইল ফোন কোম্পানি রবি। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মৌখিকভাবে এ তথ্য জানানো হয়েছে।এর আগে ৪১ কোটি ৪১ লাখ টাকায় বিসিবির কাছ থেকে টপ অব মাইন্ড এই স্বত্ব কিনে নিয়েছিল। তাদের কাছ থেকে শর্ত পূরণের ভিত্তিতে মাশরাফি-তামিম-মুশফিক-সাকিব বাহিনীর নতুন স্পন্সর হল রবি। ভারত সফর থেকেই জাতীয় দলের সঙ্গে থাকবে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানটি। বাংলাদেশ মূল ক্রিকেট দল ছাড়াও অনূর্ধ্ব-১৯ দল, বাংলাদেশ ‘এ’ দল ও মহিলা দলের স্পন্সরশিপে থাকবে প্রতিষ্ঠানটি।এর আগে বিশ্বকাপের ঠিক পরেই ভারতীয় কোম্পানি সাহারার সঙ্গে চুক্তি বাতিল করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য সাময়িকভাবে চুক্তি করা হয়েছিল এই টপ অব মাইন্ডের সঙ্গেই। পাকিস্তান সিরিজের জন্য আবেদন করেছিল টপ অব মাইন্ড ও গ্রামীণফোন। সে সময় তিন কোটি টাকার বিনিময়ে স্পন্সরশিপ কিনে নিয়েছিল টপ অব মাইন্ড। এরপর তা বিক্রি করেছিল প্রাণ ফ্রুটোর কাছে।এর আগে, আট বছর বাংলাদেশ দলের স্পন্সর ছিল গ্রামীণফোন।এমআর/আরআইপি
Advertisement