লাৎসিওকে ২-১ গোলে হারিয়ে সিরি আ’র পর কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। সেই সাথে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতে ট্রেবল জয়ের সামনে দাঁড়িয়ে এখন তেভেজ-পিরলোর দল। স্ত্রেদিও অলিম্পিকোতে ম্যাচের ৪ মিনিটেই অধিনায়ক স্টেফান রাডুর গোলে এগিয়ে যায় লাৎসিও। পিছিয়ে পরেও রেকর্ড সর্বোচ্চ ১০তম শিরোপা জয়ে জুভেন্টাসের হয়ে প্রথমে আশার প্রদীপ জ্বালেন ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি। প্যাট্রিক এভরার বাড়ানো বলে দুর্দান্ত ভলিতে জুভদের সমতায় ফেরান কিয়েল্লিনি। প্রথমার্ধ ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।মধ্যবিরতি পর ফিরে দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে রক্ষণ ভাঙতে ব্যস্ত হয়ে পরে। তবে নির্ধারিত সময়ের আর কেউ গোল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের সপ্তম মিনিটেই স্বাগতিক দর্শকদের স্তম্ভিত করে জয়সূচক গোলটি করেন মাত্রি। বাকি সময়ে আর কোন গোল না হলে ২০ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা জিতে মাঠ ছাড়ে জুভেন্টাস। আগামী ৬ জুন বার্লিনে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জিতে জুভেন্টাসের সামনে এখন ইতিহাস ছোঁয়ার হাতছানি।এমআর/এএ/পিআর
Advertisement