বাংলাদেশি ব্যান্ড সংগীতের সুপারস্টার তিনি। গানের তালে তালে মাতিয়েছেন সারাদেশ। তার গিটারের মূর্ছনায় দীর্ঘদিন আচ্ছন্ন হয়ে আছেন বাংলা ব্যান্ডের শ্রোতারা। বলছি এলআরবি তারকা আইয়ূব বাচ্চুর কথা।
Advertisement
গিটারের প্রতি তার ভালোবাসা আর দুর্বলতা গান নিয়ে যারা খোঁজ খবর রাখেন তাদের কারোরই অজানা নয়। গিটার হাতে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও তুলে ধরেছেন বাংলাদেশের ব্যান্ড সংগীতকে।
সেই আইয়ূব বাচ্চুই এবার অভিমানে তার প্রিয় পাঁচটি গিটার বিক্রি করে দিচ্ছেন। অভিমানের কারণটি একটু মন খারাপ করার মতোই বটে। আইয়ূব বাচ্চু তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন গতকাল বুধবার (৫ জুলাই)। সেখানে তিনি লিখেছেন, ‘আমার ভীষণ ইচ্ছে ছিলো আমার গিটারগুলো নিয়ে গিটার বাজিয়েদের সাথে নিয়ে দেশব্যাপী একটা গিটার প্রতিযোগিতা অনুষ্ঠান করার। যেখানে এই গিটার গুলো বাজিয়ে বিজয়ীরা জিতে নেবে আমার প্রাণের চেয়ে ও প্রিয় এক একটি গিটার… !’
তিনি আরও লেখেন, ‘কিন্তু বেশ কিছুদিন চেষ্টা করার পর ও যখন কোন স্পন্সর পেলামই না গিটার গুলো তরুণদের হাতে তুলে দিতে তাদের মেধার মূল্যায়ন স্বরূপ। তারা প্রাণ উজাড় করে গিটার বাজাবে আর আমরা আনন্দের সাথে শুনবো, দেখবো এবং উৎসাহ দেবো যাতে করে প্রজন্ম থেকে প্রজন্ম যেন এটা একটা নতুন দৃষ্টান্ত হয়ে থাকে। কিন্তু হয়ে ওঠেনি আমার স্বপ্নের বাস্তবায়ন ! কারণ হয়তোবা আমার স্বপ্নটা একটু বেশিই বড়ই ছিলো গিটার নিয়ে! আর তাছাড়া গিটারগুলো রক্ষণাবেক্ষণও বেশ কষ্টকর।’
Advertisement
এই তারকা লেখেন, ‘তাই আমি ঠিক করেছি -প্রথম এই ৫টা গিটার বিক্রি করে দেবো তাদের কাছে যারা গিটার বাজায় কিংবা যারা আমার গিটারগুলো সংরক্ষণে রাখতে চায়। এই অফারটা শুধু আজ (বুধবার) এখন থেকে আগামী ৫ দিনের জন্য থাকবে মাত্র।’
স্ট্যাটাসে আইয়ূব বাচ্চু গিটার কেনার জন্য যোগাযোগের একটি মোবাইল নম্বর দিয়েছেন। সেটি হলো- +880 1973020840
বিক্রির তালিকায় পাঁচটি গিটার হলো- (১) ErnieBall MUSIC MAN #AXIS, made in USA (২) CARVIN #JB, made in USA (৩) CARVIN, made in USA (৪) CHARVEL, made in USA ও (৫) ErnieBall MUSIC MAN #JP
এই স্ট্যাটাসের নিচে এই তারকার ফ্যানরা ক্ষোভ ও দু:খ প্রকাশ করছেন একটি সুন্দর উদ্যোগে আইয়ূব বাচ্চুর মতো নন্দিত গানের মানুষ স্পন্সর পেলেন না বলে। ‘ঘুড়ি তুমি কার আকাশে উড়ো’ গানের শিল্পী লুৎফর হাসান স্ট্যাটাসের নিচে নিজের মন্তব্যে বলেন, ‘আপনার উদ্যোগকেও স্পন্সর করে না BOSS! এ দেশের সঙ্গীতের পথ কোনদিকে যাচ্ছে তাহলে? সত্যিই বিস্ময়কর!’এলএ
Advertisement