রাজনীতি

মোদির সাক্ষাৎ পাচ্ছেন কী খালেদা!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের দিন যত ঘনিয়ে আসছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিতে বাড়ছে ততই উদ্বেগ। কেন না মোদির এই সফরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেখা হওয়া না হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ভারত প্রভাব বিস্তারকারী দেশ হওয়ায় মোদির সঙ্গে সাক্ষাতের বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বিএনপি।তাই খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী শেষ সময় পর্যন্ত মোদির সাক্ষাৎ পেতে জোর চেষ্টা অব্যহত রাখছেন বিএনপির কূটনীতিকরা। কূটনৈতিক সূত্র জানায়, প্রচলিত রীতি অনুসারে ভারতের কোনো ভিভিআইপি সফরে এলে তাদের সফরসূচি ও অনুষ্ঠানাদি ঢাকাস্থ ভারতীয় দূতাবাসই নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল দফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সার্বক্ষণিক সহযোগিতা করে থাকে। এবারও সে রকমই চলছে। প্রস্তুতি নিতে ঢাকা ও দিল্লির দফতরগুলোর কয়েক দফা বৈঠক করেছে। সফরে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আনুষ্ঠানিক এই দুই সূচির বাইরে বাকিগুলো ঢাকার সঙ্গে আলোচনা করবে নয়াদিল্লি।সূত্র জানায়, মোদির দুই দিনের এই সফরে সরকার প্রধান ও বিরোধীদলীয় নেতা ছাড়া অন্য কারো সঙ্গে দেখা করার কোন সিডিউল থাকছে না। ফলে সংসদের বাহিরে থাকায় খালেদা জিয়ার সঙ্গে আনুষ্ঠানিক কোন সিডিউল না থাকাটা খুবই স্বাভাবিক।তবে ২০১৩ সালের ৪ মার্চ বাংলাদেশ সফরের সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করে বেকায়দায় পড়ার বিষয়টি চিন্তা করে মোদির সঙ্গে দেখা করার জোর চেষ্টা চালাচ্ছে বিএনপি।এর আগে গত বছর ঢাকা সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাতেরও আনুষ্ঠানিক কোন সিডিউল পায়নি বিএনপি। পরে কুটনৈতিক তৎপরতা চালিয়ে হোটেল সোনারগাঁওয়ে সুষমা স্বরাজের সাক্ষাৎ পান খালেদা জিয়া। এদিকে মোদির সঙ্গে সাক্ষাতের সুযোগ না পেলে বিএনপির চলমান সংকট আরো স্পষ্ট হতে পারে। কুটনৈতিকভাবেও সংকটাপন্ন হতে পারে দলটি। তাই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করতে কূটনৈতিক শাখাকে নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া।তবে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী বর্তমানে কারাগারে রয়েছেন এবং চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান অসুস্থ থাকায় নরেন্দ্র মোদির সাক্ষাতের বিষয়টি নিয়ে অনিশ্চয়তার পড়েছে দলটি।চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ জানান, নরেন্দ্র মোদির এই সফরে খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যেন হয় সে লক্ষ্যে তারা কাজ করছেন।এমএম/এআরএস/পিআর/এএ

Advertisement