খেলাধুলা

বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল মেসির

নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন লিওনেল মেসি; এমন গুঞ্জনই বেশ চাউর হয়েছিল। তবে গুঞ্জনটা রয়ে গেল গুঞ্জন হিসেবেই। নতুন ঠিকানা নয়, বার্সেলোনায়ই থাকছেন মেসি। কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বেড়েছে আর্জেন্টাইন সুপারস্টারের।

Advertisement

২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বার্সাতেই থাকবেন মেসি। এমনটাই জানিয়েছে বার্সেলোনা। ক্লাবটির পক্ষ থেকে আরও জানানো হয়, চূড়ান্ত হলেও চুক্তিটি এখনো মৌখিক পর্যায়ে আছে। প্রাক-মৌসুম প্রস্তুতিতে মেসি বার্সায় ফেরার পরই চুক্তিটি স্বাক্ষরিত হবে কাগজে–কলমে।

বার্সেলোনা আজ এক বিবৃতিতে জানিছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, ইতিহাসের সেরা ফুটবলার মেসি চুক্তি নবায়ন করেছেন। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকার চুক্তি করেছেন তিনি। মেসি পেশাদার ফুটবলের পুরো ক্যারিয়ার বার্সায় কাটিয়েছেন। এখানে তার সাফল্য অবিশ্বাস্য।’

বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তি শেষ হবে আগামী মৌসুমের শেষে। তাই তাকে পেতে উঠেপড়ে লেগেছিল বিশ্বের নামিদামি ক্লাবগুলো। কর ফাঁকির মামলা নিয়ে কিছুটা বিপাকে ছিলেন মেসি। সেই সুযোগটা কাজে লাগাতে চেয়েছিল ক্লাবগুলো। আপাতত তাদের আশা শেষ। বার্সায় নেইমার-সুয়ারেজদের সঙ্গে খেলতে দেখা যাবে তাকে।

Advertisement

এনইউ/পিআর