আন্তর্জাতিক

সিরিয়ায় পালিমারের দখল নিয়েছে আইএস

ইসলামিক স্টেট (আইএস) এর জঙ্গিরা সিরিয়ার বিখ্যাত  শহর পালমিরা সম্পূর্ণ দখল করে নিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য সুপরিচিত এই নগরীর ঐতিহাসিক স্থাপনাগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। খবর বিবিসিসিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, আইএস জঙ্গিরা পালমিরার নিয়ন্ত্রন নেয়ার পর বর্তমানে শহরটির দক্ষিণাঞ্চলে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের বেশিরভাগকেই সরিয়ে নেয়া হয়েছে। প্রত্যাহার করা হয়েছে সরকারি সৈন্যদের। ইসলামিক স্টেট যোদ্ধারা বিখ্যাত এই শহর দখল করে নেয়ায়, মধ্যপ্রাচ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য সুপরিচিত এই নগরীর ঐতিহাসিক স্থাপনাগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।শহরটির বর্তমান অবস্থা সম্পর্কে ওমার হামজা নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘প্রশাসন সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। শহরের পশ্চিমে হাসপাতালের নিয়ন্ত্রণ এখন আইএস এর হাতে। তারা পালমিরার উত্তরাঞ্চল পুরোপুরি দখলে নিয়েছে। রাস্তায় কোনও সাধারণ মানুষের দেখা নেই। অনেকেই স্কুল ঘরগুলোতে আশ্রয় নিয়েছেন।’ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত পালমিরা অঞ্চলের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকেও গুড়িয়ে দেয়া হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউনেস্কো।এর আগে আইএস যোদ্ধারা অন্যান্য এলাকা দখলের পর বহু প্রত্নতাত্ত্বিক প্রাচীন নিদর্শন ধ্বংস করে ফেলেছিল।জেআর/পিআর

Advertisement