বরিশাল নগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল উদ্দিনসহ ২২ জন নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকালে মহানগর জামায়াত এ কর্মসূচি পালন করে।প্রত্যাক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর সোনাদিঘী মোড় থেকে রাজশাহী মহানগর জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং মহানগর শ্রমিক কল্যাণ সভাপতি সারওয়ার জাহানের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে লোকনাথ স্কুলের উত্তরে সমাবেশে মিলিত হয়।এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মিথ্যা মামলা ও গ্রেপ্তার অভিযানের মাধ্যমে সরকার জামায়াতের কেন্দ্রীয় নেতাদের ভাব-মর্যাদা ক্ষুন্ন ও তাদেরকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। জামায়াতে ইসলামীসহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অপবাদ দিয়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আটক করে রেখেছে। বক্তরা অবিলম্বে বরিশাল মহানগরীর আমির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, নায়েবে আমির বজলুর রহমান, সেক্রেটারী জহিরুদ্দিন মোহাম্মাদ বাবরসহ ২২ জন নেতা-কর্মির বিরুদ্ধে রাষ্ট্ররদ্রাহের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।সমাবেশে বক্তব্য রাখেন- নগর জামায়াত নেতা অধ্যাপক সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক, শিবির নগর সেক্রেটারী নাফিস রাইয়ান ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
Advertisement