অর্থনীতি

অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে ডেল্টা প্লান প্রণয়ন করা প্রয়োজন

বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ হিসাবে দীর্ঘমেয়াদী উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পরিবেশ ও উন্নয়ন বিষয় সম্পৃক্ত করে একটি ডেল্টা প্লান প্রণয়ন করা প্রয়োজন।একটি সামগ্রিক পরিকল্পনার উন্নয়নে বদ্বীপ সম্পর্কিত খাত এবং দেশের সকল ভৌগোলিক অঞ্চলের সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ ডেল্টা প্লান-২১০০ প্রস্তুত করা হচ্ছে।ব্র্যাক সেন্টারে বাংলাদেশ ডেল্টা প্লান (বিডিপি)-২১০০ ফরমুলেশন প্রজেক্ট আয়োজিত কর্মশালায় হাইড্রোলজিস্টরা একথা বলেন।বিডিপি-২১০০ প্রজেক্টের ডেপুটি টিম লিডার গিয়াস উদ্দিন চৌধুরী, বুয়েটের পানি সম্পদ প্রকৌশল বিভাগের প্রফেসর উম্মে কুলসুম নভেরা, ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পানি বিশেষজ্ঞগণ কর্মশালায় অংশ নেন।গিয়াসউদ্দিন বলেন, ‘বাংলাদেশ ডেল্টা প্লান (বিডিপি)-২১০০ ফরমুলেশন প্রজেক্ট গত বছর শুরু হয়েছে এবং আমরা প্রকল্প কাজে বেশ ভালো অগ্রগতি অর্জন করেছি। আমরা আশা করি, আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ কাজ সম্পন্ন করতে সক্ষম হবো।’এসকেডি/আরআইপি

Advertisement