আইন-আদালত

চিকুনগুনিয়া রোধে হাইকোর্টে রিট

মশাবাহিত ভাইরাস জ্বর চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণের ত্বরিত নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী সুজাউদদৌলা আকন্দ আজ মঙ্গলবার এই রিট দায়ের করেন।

Advertisement

রিটে স্বাস্থ্য সচিব ও ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তাসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও দেশের অন্যান্য আক্রান্ত অঞ্চলে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানির কথা রয়েছে।

Advertisement

এফএইচ/এআরএস/এনএফ/জেআইএম