জাতীয়

তেজগাঁও ডিসি কার্যালয়ে ফরহাদ মজহার

নিখোঁজ থাকার ১৯ ঘণ্টা পর যশোরের অভয়নগর থেকে উদ্ধার হওয়া ফরহাদ মজহারকে তেজগাঁওয়ের ডিসি কার্যালয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার সোয়া ১০টার দিকে আদাবর থানা থেকে তাকে তেজগাঁওয়ের ডিসি কার্যালয়ে নেয়া হয়।

Advertisement

আদাবর থানার এএসআই সাখাওয়াত হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে যশোরের অভয়নগর থেকে উদ্ধারের পর আজ (মঙ্গলবার) সকাল ৯টার দিকে তাকে আদাবর থানায় নেয়া হয়। খবর পেয়ে সেখানে তার স্ত্রী ফরিদা আখতারসহ স্বজনরা থানায় ছুটে যান। তবে সকাল পৌনে ১০টা পর্যন্ত তারা ফরহাদ মজহারের সাক্ষাৎ পায়নি বলে অভিযোগ করেন।

উল্লেখ্য, সোমবার (৩ জুলাই) ভোরে শ্যামলীর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরহাদ মজহার। পরবর্তীতে তিনি স্ত্রীকে মোবাইলে ফেনে জানান, কে বো কারা তাকে ধরে নিয়ে যাচ্ছে। তাকে মেরেও ফেলা হতে পারে। সন্ধ্যা পর্যন্ত ৬ বার ফোন করে ৩৫ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়।

Advertisement

তবে ফরহাদ মজহার নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে মোবাইল ট্রাকিং করে অবস্থান নিশ্চিত করে এবং ১৯ ঘণ্টা পর যশোরের অভয়নগরের একটি যাত্রীবাহী বাস থেকে তাকে উদ্ধার করা হয়।

জেইউ/এমইউ/আরএস/জেআইএম