২০১৬ সালে ভারতের গড় অভ্যন্তরীণ উৎপাদন হতে পারে ৭.৭ শতাংশ যা চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অতিক্রম করতে পারে বলে জানিয়েছে করছে জাতিসংঘ। মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের বছরের মধ্যবর্তী বিশ্বের আর্থিক পরিস্থিতি ও সম্ভাবনা সংক্রান্ত রিপোর্টে এমন দাবি করা হয়।ভারতের এ প্রবৃদ্ধির হাত ধরে সমগ্র দক্ষিণ এশিয়াতেই প্রবৃদ্ধির হার ত্বরাণ্বিত হতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ভারতের প্রবৃদ্ধির হার হতে পারে ৭.৬ শতাংশ।আগামী বছরেই তা চীনের হারকে ছাপিয়ে হতে পারে ৭.৭ শতাংশ। পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর চীনের আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৭ শতাংশ। আগামী বছর তা হতে পারে ৬.৮ শতাংশ।জাতিসংঘের রিপোর্টে দক্ষিণ এশিয়ার আর্থিক হাল সম্পর্কে ইতিবাচক মন্তব্য করে বলা হয়েছে, অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি ও লগ্নি এবং রফতানি বৃদ্ধির হাত ধরে এ অঞ্চলে ২০১৫-১৬-তে আর্থিক বৃদ্ধির হারে ঊর্ধ্বগতি বজায় থাকতে পারে।জাতিসংঘের পর্যালোচনায় ভারতে অধিক হারে প্রবৃ্দ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। রিপোর্টে পাকিস্তান ও ইরানেরও মাঝারি বৃদ্ধির হারের কথাও বলা হয়েছে।এসকেডি/বিএ/আরআই
Advertisement