দেশজুড়ে

গোবিন্দগঞ্জে ১৫ দিন পর মৃতদেহ উত্তোলন

আদালতের নির্দেশে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য শামসুজ্জামান শামছুলের (৭০) মৃতদেহ দাফনের ১৫ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।শনিবার দুপুরে নিহত ইউপি সদস্য ছামছুলের বাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের নাচাইকোচাই গ্রামের পারিবারিক কবরস্থান থেকে ম্যাজিষ্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে মৃতদেহ উত্তোলন করা হয়।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মেহেদী হাসান জানান, ইউপি সদস্য ছামছুলের সঙ্গে একই গ্রামের মৃত আবুল হোসেন শেখের ছেলে আতাউর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২২ আগষ্ট বিরোধ পূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের আঘাতে ছামছুল (৭০) গুরুত্বর আহত হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।তিনি আরও জানান, এ ঘটনায় গোবিন্দগঞ্জ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রাট আদালতে একটি মামলা হয়। পরে মৃতদেহ উত্তোলনের জন্য বিজ্ঞ বিচারক নির্দেশ দেন। আদালতের নির্দেশে মৃতদেহ উত্তোলন করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে শনিবার দুপুরেই ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Advertisement