জাতীয়

বঙ্গোপসাগরে দুই মাস ক্রাস্টাশিয়ান্স ফিস ধরা নিষেধ

বাংলাদেশের সামুদ্রিক অর্থনৈতিক জোনে ফিশিং ট্রলারসহ সব ধরনের ট্রলারের বুধবার থেকে আগামী ৬৫ দিনের জন্য ক্রাস্টাশিয়ান্স প্রজাতির (কঠিন আবরণ বা খোলসযুক্ত সামুদ্রিক মাছ ও জলজ প্রাণী) আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ প্রজাতির (চিংড়ি, লবস্টার, কাটলফিশ ইত্যাদি) মাছের সুষ্ঠু প্রজনন ও সঠিকভাবে বেড়ে উঠার পাশাপাশি সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।সরকারের উদ্যোগে অর্থনৈতিক ভিত্তির প্রেক্ষাপটে ক্রাস্টাশিয়ান্স প্রজাতির মাছ আহরণ ও নিষিদ্ধের এ সিদ্ধান্ত এবারই প্রথম নেয়া হলো বলে মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুম-আরা-মনি জানিয়েছেন।তিনি বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ক্রাস্টাশিয়ান্স প্রজাতির মাছ ও জলজপ্রাণীর প্রজনন ভবিষ্যতে আরো অনেক বেশি বৃদ্ধির লক্ষ্যেই সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ (বুধবার) থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত ২ মাস ৫ দিন সকল প্রকার ফিশিং ট্রলার ও ফিশিংবোট ক্রাস্টাশিয়ান্স (চিংড়ি, লবস্টার, কাটলফিশ ইত্যাদি) আহরণ করতে পারবে না।সরকারের এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ( ১৯৮৩ ) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। -বাসসআরএস/পিআর

Advertisement