বাগেরহাটের মোরেলগঞ্জে ফেরির পন্টুন ব্রিজ ভেঙে পড়ায় পানগুছি নদীর ফেরি পারাপার গত দু`দিন ধরে বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় মোড়েলগজ্ঞের ছোলমবাড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ফেরিতে ওঠার ৯০ফুট লম্বা ফেরির পন্টুন ব্রিজটি ভেঙে পড়ে। ফলে মোরেলগঞ্জ, শরণখোলা থেকে বাগেরহাট, খুলনা, ঢাকা ও চট্টগ্রামগামী দূরপালার পরিবহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে বুধবার সকাল থেকেই ব্রিজটি মেরামতের কাজ শুরু হয়েছে। বুধবার বিকেলের মধ্যে মেরামতের কাজ সম্পন্ন হবে বলে কতৃপক্ষ দাবি করেছেন। জানা গেছে, ব্রিজের সাথে বেঁধে রাখা দু’শ টন ধারণ ক্ষমতার একটি অকেজো ফেরি পানগুছি নদীর প্রবল স্রোতে হঠাৎ ভেসে গেলে এ দুর্ঘটনা ঘটে। ফেরির মাস্টার মো. আব্দুল মালেক বলেন, প্রবল স্রোতে পুরানো ফেরিটি নদীর মাঝে চলে গেলে ওই ফেরির সাথে বেঁধে রাখা চলমান ফেরির ব্রিজটি ধ্বসে পড়ে। পন্টুনের সঙ্গে ব্রিজটি টেনে তুলতে শক্তিশালী ক্রেন প্রয়োজন । পন্টুন ব্রিজ মেরামতের বিষয়ে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিম রেজা বলেন, বুধবার সকাল থেকেই ব্রিজ মেরামতের কাজ শুরু হয়েছে। আশা করছি বিকেলের মধ্যেই মেরামত সম্পন্ন হলে আবার যান চলাচল শুরু হবে। শওকত আলী বাবু/এসএস/আরআইপি
Advertisement