খেলাধুলা

মেসির বিদায়ে পাল্টে যাবে ইউরোপীয় ফুটবল!

বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার আর্জেন্টিনার লিওনেল মেসি। ক্লাব পর্যায়ে মেসি ও বার্সেলোনা আজ মুদ্রার এপিঠ-ওপিঠ। মাত্র ২১ বছর বয়সে মেসি তাঁর প্রথম ব্যালন ডি’অর পুরস্কার জয়লাভ করেন। ইতিমধ্যে মেসি প্রথম ফুটবলার হিসেবে চারবার ব্যালন ডি’অর পুরস্কার লাভ করেছেন। তাঁর জাদুতে ফুটবলে রচিত হয়েছে নতুন সংজ্ঞা। তাঁর উপস্থিতিতে ইউরোপীয় ফুটবল নতুন মাত্রা পেয়েছে৷সেই মেসি ইউরোপীয় ফুটবলকে বিদায় জানালে কী হবে? চেলসি কোচ হোসে মরিনহো মনে করেন,মেসির অনুপস্থিতিতে ইউরোপীয় ফুটবলের সংজ্ঞাটাই বদলে যাবে।তিনি বলেন,মেসি না থাকলে,আগামী দশ বছরে ইউরোপীয় ফুটবলের ম্যাপটা এক্কেবারে পাল্টে যাবে। ফ্র্যাঙ্ক রাইকার্ড,পেপ গার্দিওলা,লুইস এনরিকের হাত ধরে কাতালান ক্লাবে অনেক ট্রফিই এসেছে। সেই সব মুহূর্তগুলোয় উপস্থিত ছিলেন মেসি।  ২০১২ তে মেসির বার্সাকে হারিয়ে রিয়ালকে লা লিগার শিরোপা এনে দিয়েছিলেন মরিনহো।  তবে তিনিও যে বার্সা তারকার বড় ভক্ত,তা কখনওই গোপন করেন না।এমআর/এমএস

Advertisement