ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিবিএ ভর্তি পরীক্ষায় জালিয়াতির অপরাধে এক বিচারপতির মেয়েসহ ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মামলা করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক নূর-ই-ইসলাম।বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান বাদী হয়ে বিভিন্ন থানায় এই মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়ে এসএমএস এর মাধ্যমে প্রশ্নোত্তর নেওয়ার সময় ৭ শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নগরীর বিভিন্ন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা হলেন- নুরুল বাশার পায়েল (রোল- ৬৪১৪৪৬), সানজানা বিনতে বশির (রোল-৬৫৪০২৫), মো. আরিফুল ইসলাম (রোল-৬৪৩৪০৯), মো. আহাদুর রহমান (রোল-৬৩৮৪১০), মোহাম্মদ ফয়সাল কবীর (রোল-৬৪৮১৩৯), সাগর হোসাইন (পলাতক) তার রোল-৬৪৯৫০১, মেহেদী হাসান এবং এরশাদ খান।এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী জানিয়েছেন, যাদের সম্পূর্ণ ঠিকানা পাওয়া যায়নি তাদের ঠিকানা বের করা হচ্ছে। ইতিমধ্যে মামলাও করা হয়েছে।
Advertisement