সাহিত্য

কেউ কি আমায় ফিরিয়ে দেবে

কেউ কি আমায় ফিরিয়ে দেবে সেইহতচ্ছাড়া একলা কিশোরবেলাকেউ দেখে না, কেউ রাখে না খোঁজমনের ভেতর মন খারাপের মেলা।

Advertisement

হু হু করে বাতাস বয়ে গেলেখামখেয়ালি বিষণ্ন সন্ধ্যায়কী যেন নেই, কী যেন নেই আরএকলা আমি কীসের অপেক্ষায়!

মেঘলা দিনে চম্পা ফুলের বনেআচমকা যেই বৃষ্টিরা যায় ঝরেআমার তখন কান্না কান্না লাগেকী জানি ছাই, কাকে মনে পড়ে!

পাগলি মেয়ে আর কেঁদো না তুমিভেতর থেকে কেউ আমাকে বলেযখন তুমি অনেক বড় হবেবাঁচবে তখন তুমুল কোলাহলে।

Advertisement

ইচ্ছে করে ফিরিয়ে নিয়ে যাইএই আমিকে সেই আমিটার কাছেসেই আমিটা আজও বুঝি একাএই আমিটার অপেক্ষাতে বাঁচে!

এসইউ/এমএস