আন্তর্জাতিক

হঠাৎ হুলুস্থুল প্যারিসের বিমানবন্দরে

প্যারিসের প্রধান বিমানবন্দরে হঠাৎ করেই যেন হুলস্থুল বেঁধে গিয়েছিল। শনিবার হুট করেই বিমানবন্দর থেকে ২ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয় এবং সেই সঙ্গে বিমানের আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর এএফপির।

Advertisement

বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় এক ব্যক্তি প্রবেশ করায় এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছিল বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

কোনো ক্ষতিকর কিছু যেন বিমানবন্দরে না থাকে তাই তল্লাশি চালাতেই বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়। পুলিশ ২এফ টার্মিনালের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে তল্লাশি চালিয়েছে। তবে তারা সন্দেহজনক কোনো কিছুই খুঁজে পায়নি।

এই ঘটনার কারণে বিমানের প্রায় ২০টি ফ্লাইটের সময়সূচি পরিবর্তিত হয়েছে।

Advertisement

টিটিএন/এমএস