চলতি (২০১৭-১৮) অর্থবছরের বাজেট কার্যকর হওয়ায় শনিবার (১ জুলাই) থেকে দ্বিগুণ আবগারি শুল্ক দিয়ে প্লেনের টিকিট কাটতে হচ্ছে যাত্রীদের। বাড়তি শুল্কের কারণে এ অর্থবছরের বাজেটে সার্কভুক্ত দেশ বাদে অভ্যন্তরীণ আন্তর্জাতিক সব রুটে প্লেন ভাড়া বেড়ে গেছে।
Advertisement
এখন থেকে দেশের বাইরে যাতায়াতের জন্য বিমানে উঠতে গেলেও দ্বিগুণ আবগারি শুল্ক দিতে হবে প্রত্যেক ফ্লাইটে। চলতি অর্থবছর আন্তর্জাতিক ফ্লাইট ও কানেকটিং ফ্লাইটের প্রতিটি আসনে প্রত্যেকবার ভ্রমণের ক্ষেত্রে ৫০০ টাকা, এক হাজার টাকা এবং এক হাজার ৫০০ টাকা করে আবগারি শুল্ক কার্যকর করা হয়েছে।
সার্কভুক্ত দেশ ছাড়া এশিয়ার অন্যান্য দেশের ক্ষেত্রে বিদ্যমান ১ হাজার টাকার পরিবর্তে ২ হাজার টাকা এবং ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে বিদ্যমান ১ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৩ হাজার টাকা করা হয়েছে।
বিমানযাত্রীদের যাতে অসুবিধা না হয় সেজন্য এ শুল্ক এয়ারলাইন্স কর্তৃপক্ষ টিকিটের সঙ্গে যুক্ত করা হয়েছে।
Advertisement
আরএম/এমএমএ/জেআইএম