বলিউড তারকা সালমান খানের ভাগ্যের ফয়সালা হবে আগামী ২৮ অক্টোবর। ভারতের সর্বোচ্চ আদালত শুক্রবার এ কথা জানিয়েছেন।১৯৯৮ সালে কালো হরিণ শিকার মামলায় নিম্ন আদালত সালমানকে পাঁচ বছরের জেল হাজতের নির্দেশ দিয়েছিলেন। পরে জামিনে বেরিয়ে আসেন সালমান। পেশাগত কারণ দেখিয়ে সালমান বিশ্বের সর্বত্র ঘুরে বেড়ানোর অনুমতি চেয়ে গত ২৭ আগস্ট একটি হলফনামা দেন।সালমানের বিরুদ্ধে অভিযোগ, ভারতের রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং করতে গিয়ে তিনি দুটি চিঙ্কারা ও একটি কালো হরিণ শিকার করেন। এ ঘটনায় পরে মামলা হয়।সেই ১৯৯৮ সাল থেকে মামলাটি চলছে। শুক্রবার সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন, আগামী ২৮ অক্টোবর আদালত তার চূড়ান্ত রায় শোনাবেন।এই ঘটনায় বেশ চিন্তায় পড়েছেন সালমানের ঘনিষ্ঠজন ও ভক্তরা। আদালত কী রায় দেন, তা জানতে এখন অপেক্ষা। সূত্র: দৈনিক জাগরণ(হিন্দি)।
Advertisement