বিনোদন

কপিরাইট মামলায় ফেঁসে যাচ্ছে অক্ষয়ের ‘টয়লেট’

একের পর এক সফল ছবি হাওয়ায় উড়ছিলেন অক্ষয় কুমার। গেল বছর ‘খিলাড়ী’ খ্যাত এই তারকার ‘এয়ারলিফট’ ছবিটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই ধারাবাহিকতায় মুক্তির অপেক্ষায় অক্ষয়ের নতুন ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটি।

Advertisement

ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ছবিটির ট্রেলারও। আর সেখানেই বাধলো বিপত্তি। ট্রেলার দেখে অক্ষয়ের এই ছবিটির বিরুদ্ধে কপিরাইট চুরির অভিযোগ তুলেছেন পরিচালক প্রবীণ ব্যাস। পরিচালক প্রবীণ জানান, ‘গত বছর স্বচ্ছ ভারত অভিযান নিয়ে তিনি একটি তথ্যচিত্র নির্মাণ করেন। ‘মানিনী’ নামে সেই তথ্য চিত্রটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে সেরা তথ্যচিত্র ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার জিতে নেয়।’

প্রবীণ ব্যাসের দাবি, অক্ষয়ের ‘টয়লেট’ ছবিটির গল্প এবং অনেক সংলাপ তার তথ্যচিত্র থেকে নেয়া হয়েছে। ফলে আর্থিক ক্ষতির স্বীকার হয়েছেন তিনি। তবে প্রবীণ ব্যাসের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছের টয়লেটের প্রযোজক প্রতিষ্ঠান ভায়াকম মোশন পিকচার্স। প্রতিষ্ঠানটি জানায়, ২০১৫ সাল থেকেই ‘টয়লেট’ ছবির ব্যাপারে জানে মানুষ। তাই কপিরাইট চুরির প্রশ্নই আসে না।’

তাই আপাতত আদালতের বিচারের জন্য অপেক্ষা করতে হবে অক্ষয়ের ‘টয়লেট’ ছবির মুক্তির জন্য। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে নারায়ণ সিংহ পরিচালিত ছবি ‘টয়লেট’। এখানে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন ভূমি।

Advertisement

আরএএইচ/এনই/জেআইএম