এক বছরের বেশি সময় ধরে অন্তরীণ দলের ভারপ্রাপ্ত মহাসচিব শারীরিক ও মানসিক নির্যাতনে অসুস্থ হয়ে পড়েছেন বলে বিএনপির অভিযোগের মধ্যেই গাড়ি পোড়ানোর আরও তিন মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পল্টন থানা পুলিশ। মঙ্গলবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করা হলে হাকিম অশোক কুমার দত্ত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এ আবেদনের শুনানির জন্য আগামী বুধবার দিন রেখেছেন হাকিম। প্রত্যেক মামলায় ১০ দিন করে মোট ৩০ দিন বিএনপি নেতাকে হেফাজতে চেয়েছে পুলিশ। গত ৫ জানুয়ারি পল্টন থানায় দায়ের করা দুই মামলার এজাহারে বলা হয়, ফখরুল এবং অন্য ২৮ বিএনপি নেতা-কর্মী গুলিস্থানের বঙ্গবন্ধু হর্কাস মার্কেটের সামনে বাস পুড়িয়ে দেন। অন্য মামলায় একই দিন ফকিরাপুল এলাকায় পুলিশের একটি মোটর সাইকেলে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে ফখরুলসহ ৫০ জনের বিরুদ্ধে। তৃতীয় মামলার এজাহারে বলা হয়, ৬ জানুয়ারি পুরানা পল্টনে বিআরটিসির বাসে আগুন দিয়ে ক্ষতি সাধন করেন আসামিরা। এ মামলার আসামি করা হয়েছে ফকরুলসহ ৩৪ জনকে। ফখরুলের অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ বলেন, বিএনপি নেতার বিরুদ্ধে ৮০টির মতো মামলা রয়েছে। এর মধ্যে চারটি বিচারের পর্যায়ে গেছে।এসআরজে
Advertisement