মালয়েশিয়াকে আসিয়ানভুক্ত দেশগুলোতে বাজার তৈরির প্রবেশপথ হিসেবে ব্যবহারের জন্য বাংলাদেশকে আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি আনিফাহ আমান। রোববার মালয়েশিয়ার কোটা কিনাবালুতে দুই দেশের মধ্যে দুই দিনের ৪র্থ যৌথ কমিশন সভায় একথা বলেন তিনি। শনিবার শুরু হওয়া এ সভায় বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ করেই বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতার বিরাট ক্ষেত্র রয়েছে। আসিয়ান দেশগুলোর মধ্যে মালয়েশিয়াই বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী রাষ্ট্র। তিনি আরো বলেন, বিনিয়োগের পাশাপাশি দু’দেশের আন্তঃসহযোগিতার ক্ষেত্রে পর্যটন একটি বড় খাত। গত বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পর্যটক আসার হার আগের বছরের তুলনায় ৫২ শতাংশ বেড়েছে বলেও জানান তিনি। মালয়েশিয়ায় বিনিয়োগকে লাভজনক উল্লেখ করে বাংলাদেশি বিনিয়োগকারীদের মালয়েশিয়ায় বিনিয়োগের জন্যও আহ্বান জানান তিনি। দু’দেশের বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন, প্রযুক্তি, সংস্কৃতি এবং কৃষি খাতে সহযোগিতা পর্যালোচনার মধ্য দিয়ে দু’দিনের এই যৌথ কমিশন সভাটি শেষ হয়।এসআরজে
Advertisement