দেশজুড়ে

ফতুল্লায় আটক ভুয়া ডিবির বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাস থামিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করার ঘটনায় আটকদের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে নানা ধরনের অপকর্মের এখন তথ্য দিচ্ছে ব্যবসায়ীরা। এই চক্রটি ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের নানাভাবে বেকায়দায় ফেলে ফায়দা লুটে নেয়। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, চক্রটি তাদের অপকর্ম করার লক্ষ্যে একাধিক সোর্স আর তাদের টার্গেট ছিল ব্যবসায়ীরা। এরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে সক্রিয়ভাবে অবস্থান করছিল। তাদের নেটওয়ার্ক ছিল সারা দেশে। একেক সময় একেক জেলায় অবস্থান করে তাদের কাজ হাসিল করে স্থান ত্যাগ করেন। আর জেলার বিভিন্ন এলাকায় তারা অবস্থান করে কৌশলে ব্যবসায়ীদের জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।  সোমবার (১৮মে) পুলিশের হাতে ভুয়া ডিবি গ্রেফতার হয়েছে এমন সংবাদে ভুক্তভোগী তিন ব্যবসায়ী থানায় এসে তাদের সনাক্ত করেন এবং পুলিশ ও সাংবাদিকদের কাছে চাঞ্চল্যকর তথ্য দেন।  উক্ত চক্রের শিকার ভুক্তভোগী ব্যবসায়ী বদরুদ্দিন জাগো নিউজকে জানান, ১৩ মে দুপুর ২টায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলরত উৎসব পরিবহনের একটি বাসে করে নারায়ণগঞ্জ হতে ঢাকা গিয়ে সেখান থেকে ঝুট ক্রয় করতে গাজীপুর যাওয়ার কথা ছিল। ওই সময় তার সঙ্গে একটি ব্যাগে ১৮ লাখ টাকা ছিল। পথিমধ্যে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে উৎসব বাসে চার জন লোক উঠে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার নাম ঠিকানা বলে গাড়ি থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে টাকার ব্যাগ রেখে আমাকে ঢাকার বনশ্রী এলাকায় রাস্তার পাশে ছেড়ে দিয়ে চলে যায়। বদরুদ্দিন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রসুলবাগ গ্রামের মৃত. নূর ইসলামের ছেলে।উল্লেখ্য, সোমবার বিকেলে ফতুল্লার ভূইগড় মেগাডাম চাইনিজ রেস্টুরেন্টের সামনে বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে কোনো এক ব্যক্তিকে তাদের খপ্পরে ফেলতে গিয়ে পুলিশের হাতে আটক হয় ওই চক্রের চার সদস্য। এ সময় পুলিশ তাদের কাছ থেকে দুটি হ্যান্ডকাফ ও (ঢাকা মেট্রো-চ-৫১-৬১২১) মাইক্রোবাস জব্দ করে। আটকরা হলেন, চট্রগাম লোহাপাড়া থানার চরম্বা এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে নাছির উদ্দিন (৩২), চাঁদপুর মতলব থানার চেঙ্গারচর এলাকার মৃত রসুল দেওয়ানের ছেলে গিয়াস উদ্দিন (৪৩), সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার রুদ্রগাথী এলাকার মাজেদের ছেলে সাইফুল ইসলাম (৩৪), কুমিল্লা লাঙ্গলকোট থানার বড় ফতেপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে ও মাইক্রোবাসের চালক স্বাধীন (৪৪)।শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি

Advertisement