দেশজুড়ে

চারদিন পর সোনাদিয়ায় মিলল সুদীপ্ত’র মরদেহ

অবশেষে নিখোঁজের চার দিনের মাথায় কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া বঙ্গোপসাগর মোহনায় মিলেছে ঢাকার পিলখানার বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সুদীপ্ত দে’র (১৭) মরদেহ। শুক্রবার সকালে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

Advertisement

গত মঙ্গলবার (২৭ জুন) সকাল ১০টায় সৈকতের লাবণী পয়েন্টে স্নান করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়েছিল এ কিশোর। সুদীপ্ত রাজধানী ঢাকার সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দে’র ছেলে।

মরদেহটি উদ্ধারের পর তা শনাক্ত করেন তার মামা সুমন পাল। তিনি জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। এটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে সুদীপ্তের মরদেহ ঢাকায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুরিশ সুপার ফজলে রাব্বি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

উল্লেখ্য, ঈদের ছুটিতে পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন শীতল চন্দ্র দে। তারা পর্যটন মোটেল লাবণীতে উঠেন। পরিবারের অন্যদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যায় সুদীপ্ত।

এরপর থেকে বেড়ানোর আনন্দটা বিষাদে পরিণত হয় পুরো পরিবারের। ছেলের শোকে বার বার জ্ঞান হারাচ্ছিলেন সুদীপ্তের বাবা-মা।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

Advertisement