রাজনীতি

বিএনপি নেতারা আবল-তাবল বকছেন

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ভ্যাট আইন বাতিল এবং আবগারি শুল্ক কমানোর জন্য বিএনপি তাদের নাটক মঞ্চায়ন করতে না পারায় আবল-তাবল বকছেন নেতারা।’

Advertisement

শুক্রবার দুপুরে শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, `বিএনপি নেতারা শেক্সপিয়রের উদ্ধৃতি তুলে ধরে বলছেন পৃথিবী একটি রঙ্গমঞ্চ। আমরাও তাই বলি। কিন্তু এই রঙ্গমঞ্চের নট-নটী হলো বিএনপি নেতারা।’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবীর রিজভী সম্পর্কে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়া যাওয়ায় রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব না হতে পারায় তার মাথা আরও খারাপ হয়েছে।’

Advertisement

বাজেটের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘গত আট বছরে বাজেট বাস্তবায়নের হার শতকরা ৯৫ থেকে ৯৮। এইবারের বাজেট শতভাগ বাস্তবায়িত হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক আবদুল মান্নান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনূছ, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

এইউএ/এনএফ/এমএস

Advertisement